বিধানসভা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শবদেহ পৌঁছল আলিমুদ্দিন স্ট্রিটে। শুক্রবার সাড়ে ১১টার কিছু পর বিধানসভা থেকে তাঁর দেহ বের করা হয়। তারপর আলিমুদ্দিন স্ট্রিটে দুপুর ১২টা নাগাদ দেহ পৌঁছয়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের অগণিত কর্মী, সমর্থক।
আলিমুদ্দিন স্ট্রিটে উপস্থিত রয়েছেন রবীন দেব, বিমান বোস, সুজন চক্রবর্তী সহ CPIM এর একাধিক নেতা। বিকেল ৪ টে নাগাদ সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবন। এবং সবশেষে দেহদানের জন্য NRS এ নিয়ে যাওয়া হবে দেহ।
এদিকে বিধানসভায় বেশ কিছুক্ষণ শায়িত থাকে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। তাঁকে সেখানে শেষ শ্রদ্ধা জানান রাজ্যের একাধিক মন্ত্রী। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীও শ্রদ্ধা জ্ঞাপণ করেন।
বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে প্রয়াত হন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছিলেন তিনি। বুধবার রাতে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তারপর সুস্থ হলেও বৃহস্পতিবার ব্রেকফাস্ট করার পরেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে পাম অ্য়াভিনিউ-এর বাড়িতেই মৃত্যু হয় তাঁর।