ময়দানে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার । বুধবার সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে উদ্ধার মহিলার অর্ধদগ্ধ দেহ । পুলিশ সূত্রে খবর, দেহের বেশ কিছু অংশ ঝলসে গিয়েছে । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে মহিলাকে । তদন্ত শুরু করেছে পুলিশ ।
প্রত্যেকদিনের মতো বুধবার সকালেও ময়দানে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন অনেকে । তাঁরাই মাঠের মাঝখানে ওই মহিলার দেহ পড়ে থাকতে দেখেন । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মহিলার কোনও পরিচয় জানা যায়নি । পুলিশের প্রাথমিকভাবে অনুমান, মহিলার বয়স ৪৫ বছরের আশেপাশে ।
পুলিশের প্রাথমিক অনুমান,খুন করা হয়েছে ওই মহিলাকে । কিন্তু কে বা কারা খুন করল । কিংবা অন্যত্র খুনের পর দেহ ব্রিগেডে ফেলা হয়েছে কি না, তা জানতে তদন্তে নেমেছে ময়দান থানার পুলিশ ও লালবাজারের গুন্ডাদমন শাখা।