কসবার বহুতল থেকে পড়ে ১৯ বছরের ছাত্রীর মৃত্যু। ২৫ তলা উচ্চতা থেকে পড়ে যান ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে পিকনিক গার্ডেন এলাকায়। রবিবার ভোর রাতে এই ঘটনাটি ঘটেছে বলে খবর পুলিশ সূত্রে। নস্করহাট রোডের মেঘমনি অ্যাপার্টমেন্টের ২৫ তলা থেকে তামান্না হীরাওয়াত নামের ওই ছাত্রী পড়ে যান। স্থানীয়রা, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ছুটলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Loksabha Election 2024: তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ, 'কাঠগড়ায়' পুলিশ
দুর্ঘটনা না আত্মহত্যা তা নিয়েই তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তিনি ভাইয়ের সঙ্গে ওই বহুতলে থাকতেন। তাঁদের বাবা কর্মসূত্রে বিদেশে থাকেন। তবে স্থানীয়রা জানিয়েছেন, আগেও ওই ছাত্রী হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। এবারেও কি তেমনই কিছু? খতিয়ে দেখছে পুলিশ।