দিন কয়েক শান্ত থাকার পর ফের কলকাতায় রেফার রোগের অভিযোগ। যার বলি টালিগঞ্জ এলাকার এক যুবক। নাম মেঘনাদ চন্দ্র। পরিবারের অভিযোগ, তিন হাসপাতাল ঘুরিয়ে সোমবার মেঘনাথকে আনা হয়েছিল শিয়ালদহের এনআরএস হাসপাতালে। পরিবারের অভিযোগ, পরিষেবার বদলে এমারজেন্সিতে ফেলে রাখা হয়েছিল তাদের ছেলেকে। প্রথমে খেলতে গিয়ে কুচকিতে চোট। তারপর বাইক থেকে পড়ে গিয়েছিলেন মেঘনাদ। এই পরিস্থিতিতে সোমবার বাঙুর, এসএসকেএম ঘুরে এনআরএসে নিয়ে যাওয়া হয়েছিল মেঘনাথকে। যদিও রোগী মৃত্যু নিয়ে মুখে কুলুপ শিয়ালদহের হাসপাতালের।
মেঘনাদের পরিবারের অভিযোগ, দক্ষিণের দুই সরকারি হাসপাতাল ঘুরে ভোর বেলা তাঁরা এনআরএসে এসেছিলেন। পরিবারের অভিযোগ, পরিষেবার বদলে নথি দেখতে ব্যস্ত ছিলেন হাসপাতালের চিকিৎসকরা। এরপর স্ট্রেচারেই ফেলে রাখা হয় মেঘনাদকে। হাসপাতাল কিছু না বললেও, সাংসদ চিকিৎসক শান্তনু সেনের দাবি, হাসপাতাল চিকিৎসা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবেই ওই যুবকের মৃত্যু হয়।
সোমবারই এসএসকেএম হাসপাতালে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি নিয়ে জোড়ালো সওয়াল করেছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দাবির ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের সরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের রেফারের অভিযোগ উঠল।