যুব তৃণমূলের নতুন কমিটিতে নাম নেই দেবাংশু ভট্টাচার্যর। তৃণমূলের তরুণ প্রজন্মের অন্যতম মুখ দেবাংশু। হঠাৎ করে তাঁর নাম বাদ পড়ায় শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি দেবাংশু। নতুন কমিটিতে সভানেত্রী পদেই থাকলেন সায়নী ঘোষ।
তৃণমূল কংগ্রেসের যুব কমিটি থেকে তাঁর নাম বাদ পড়েই দুটি পোস্ট করেন দেবাংশু। ফেসবুকে একটি কালো ব্যাকগ্রাউন্ডে স্মাইলির ছবি পোস্ট করেন। এরপর দেখা যায় আরেকটি পোস্ট। লেখেন, 'লেফ্ট জব অ্য়াট অল ইন্ডিয়া তৃণমূল ইউথ কংগ্রেস।' কিছুক্ষণ পরই দুটি পোস্ট ডিলিট করে দেন। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
সংগঠনের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয়তা আছে দেবাংশুর। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো। কেন এমন হল, তা নিয়ে মুখ খোলেননি দলের কেউই।
আরও পড়ুন: শ্রদ্ধার খুনি আফতাবই, পলিগ্রাফ পরীক্ষায় সব অপরাধ স্বীকার, দাবি দিল্লি পুলিশের
মোট ৪৭ জনের যুব কমিটি তৈরি করেছে তৃণমূল। সাধারণ সম্পাদক করা হয়েছে ১৭ জনকে। সেখানে আছেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ বসু। বাণিজ্যমন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজা। শোভননদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যাও আছেন। সুব্রত বক্সীর পুত্র সপ্তর্ষি বস্কিও এই কমিটিতে আছেন।