ফের সিবিআইয়ের তলব । বুধবার সকালে নির্দিষ্ট সময়ই নিজাম প্যালেসে পৌঁছলেন অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী । এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই দফতরে হাজিরা দিলেন তিনি । এর আগে গত বৃহস্পতিবার প্রায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল দেবরাজকে ।
বৃহস্পতিবার,জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পর দেবরাজ জানিয়েছিলেন, কিছু নথি চাওয়া হয়েছে তাঁর কাছ থেকে । সেগুলি নিয়ে ফের ৩১ তারিখ হাজিরা দিতে বলা হয়েছে । এদিন সেই সংক্রান্ত নথি জমা দিতেই সম্ভবত নিজাম প্যালেসে এসেছেন তিনি । জানা গিয়েছে, দেবরাজকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে আসার কথা বলে হয়েছিল।