২০২০-২২ শিক্ষাবর্ষের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় সিআইডি তদন্তের (CID) নির্দেশ। সোমবার পরীক্ষা শুরুর কিছু আগে এই প্রশ্নপত্র (D.El.Ed Question Paper Leaked) ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এবার সেই অভিযোগের তদন্ত করবে সিআইডি। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে নবান্ন (Nabanna)।
সোমবার দুপুর ১২টা নাগাদ শুরু হয় ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা। কিন্তু ছাত্রছাত্রীদের একাংশের অভিযোগ, সোমবার সকাল পৌনে এগারোটা থেকেই হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে ফাইনালের প্রশ্ন। পরীক্ষার্থীদের একাংশের দাবি, পরীক্ষাকেন্দ্রের হাতে পাওয়া প্রশ্ন এবং হোয়াটসঅ্যাপে পাওয়া প্রশ্ন-দুটোই আসলে এক।
আরও পড়ুন- কলকাতা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ, রাজ্যে চলবে দুয়ারে রেশন
সোমবার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পর্ষদ(WBBPE) সভাপতি গৌতম পাল জানান, ‘‘একে হালকাভাবে নিচ্ছে না পর্ষদ।" এমনকি তদন্ত কমিটি তৈরি করে ঘটনার সত্যতা প্রমাণে যথাযথ ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। এক্ষেত্রে পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না বলেও জানিয়েছেন গৌতম পাল।