বাংলায় হানিট্র্যাপের শিকার হলেন ভিনরাজ্যের এক ক্রিকেটার। তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার তিন যুবক। ওই তিনজনকে গ্রেফতার করেছে বাগুইআটি থানার পুলিশ।
জানা গিয়েছে, অক্টোবরের ২৯ তারিখ বাংলায় এসেছিলেন দিল্লির ওই ক্রিকেটার। এরপর একটি ডেটিং অ্যাপের মাধ্যমে কলকাতার একজনের সঙ্গে আলাপ হয় তাঁর। তার সঙ্গে কথাবার্তা চলার পর সময় কাটান ওই ক্রিকেটার। কিন্তু এরপরেই সময় কাটানোর ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ওই ক্রিকেটারের থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রথমে অনলাইনে ৬০ হাজার টাকা হাতিয়ে নেন অভিযুক্তরা। ক্রিকেটারের সঙ্গে থাকা দামী মোবাইল ফোন ও চেনও ছিনতাই করা হয় বলে অভিযোগ। এরপরই গত ২ নভেম্বর দিল্লির ওই ক্রিকেটার বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেন।
ধৃত তিন যুবক ঋষভ চন্দ্র, শুভঙ্কর বিশ্বাস, শিবা সিংহকে নিজেদের হেফাজতে নিয়েছে বাগুইআটি থানা। সোমবার তাঁদের তোলা হবে বারাসাত আদালতে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানা।