দিন কয়েক শান্ত থাকার পর ফের ডেঙ্গির চোখ রাঙানি। কলকাতা এক বেসরকারি হাসপাতালে এবার মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। নিউ আলিপুরের বাসিন্দা সৃজন বসুকে দিন কয়েক আগে ভর্তি করা হয়েছিল বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে। বুধবার তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
পরিবারের দাবি, শিশুর মৃত্যুর শংসাপত্রেও ডেঙ্গি কথার উল্লেখ করা হয়েছে। সাহাপুর কলোনির বাসিন্দা সৃজনের মৃত্যুতে পরিবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছে। জ্বর নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিল ওই পড়ুয়া। রক্ত পরীক্ষার রিপোর্টেও পজিটিভ এসেছিল।
বর্ষার গোড়া থেকেই রাজ্যে শুরু হয়েছিল ডেঙ্গির দাপট। কলকাতার পাশাপাশি জেলাও মাত্রা বেড়েছে। পরিসংখ্যান বলছে, রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর বলি আড়াইশো ছাড়িয়ে গিয়েছে।