গত এক সপ্তাহের মধ্যেই রাজ্যের ডেঙ্গি চিত্রে আমূল বদল ঘটেছে। ডেঙ্গি আক্রান্তের মোট সংখ্যা এখন প্রায় দশ হাজার ছুঁইছুঁই। এ মাসের প্রথম সপ্তাহের গোড়ায় যে সংখ্যাটি ছিল আট হাজারের ঘরে। স্বাস্থ্য আধিকারিকদের মতে, ২০১৭ থেকে ২০২১— এই পাঁচ বছরের মধ্যে ২০১৯ বাদ দিলে, সেপ্টেম্বরের গোড়ায় ডেঙ্গি সংক্রমণের প্রকোপ এ বছরই সব থেকে বেশি।
রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ২০১৯ সালে মশাবাহিত এই রোগের মারাত্মক বাড়াবাড়ি হয়েছিল। এ বারেও যে গতিতে এগোচ্ছে, তাতে তিন বছর আগের ছায়াই দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে জানুয়ারি থেকে বছরের ৩৬তম সপ্তাহ (১ থেকে ৭ সেপ্টেম্বর) পর্যন্ত মোট আক্রান্ত হয়েছিলেন ১৪ হাজার ৭৪৫ জন। আর শুধু ওই এক সপ্তাহেই (৩৬তম সপ্তাহ) আক্রান্ত হয়েছিলেন ২৯৬০ জন। এ বছর ওই এক সপ্তাহে আক্রান্ত হয়েছেন ১৮৫৪ জন। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৭৭ জন।
আরও পড়ুন- Kolkata Dengue Situation: কলকাতায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ, শিশুদের জন্য দুই হাসপাতালে বেড সুরক্ষিত
শুধু কলকাতা বা উত্তর ২৪ পরগনা নয়, মশাবাহিত রোগ ছড়াচ্ছে জেলাগুলিতেও। এক আধিকারিকের কথায়, “২০১৯ বাদ দিয়ে বাকি বছরগুলির পরিসংখ্যান পর্যবেক্ষণ করলেই দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আক্রান্তের সংখ্যা এতটা বাড়েনি। তাই সব রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”