বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ। তিন মাস আগেই কাউন্সিলরদের সতর্ক করেছিল পুরসভা। কিন্তু সতর্ক করার সত্ত্বেও সচেতনতার অভাবেই ডেঙ্গি মোকাবিলায় পিছিয়ে পড়েছে পুরসভা। এক্ষেত্রে গলদ রয়েছে কাউন্সিলরদেরই। এ কথা কার্যত মেনে নিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
ক্রমশই রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। সংক্রমণের নিরিখে এগিয়ে রয়েছে কলকাতা। ডেঙ্গিতে মৃত্যুও ঘটেছে। কিন্তু এই ডেঙ্গির ভয়াবহতা শুরু হওয়ার প্রায় মাস তিনেক আগে দলীয় কাউন্সিলরদের নিয়ে ডেঙ্গির প্রস্তুতি বৈঠক ডেকেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু সেই বৈঠকের পরেও ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগ জনক হয়ে উঠেছে।
আর এক্ষেত্রে কাউন্সিলরদেরই যে গলদ রয়েছে সে কথা কার্যত স্বীকার করে নিলেন অতীন ঘোষ। ডেপুটি মেয়র জানিয়েছেন, কাউন্সিলরদের বলা হয়েছিল কোন জায়গায় সমস্যা রয়েছে, ডেঙ্গি মোকাবিলায় কিভাবে কাজ করতে হবে। কিন্তু ফলাফল দেখে মনে হচ্ছে বোঝানোর পরেও কাউন্সিলরের দিক থেকে কোনও দুর্বলতা ছিল। যে কারণেই ডেঙ্গি মোকাবিলায় খামতি দেখা গিয়েছে।