আটক পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়। প্রতিবাদে টলিউডের একাংশ। গত সপ্তমীর রাতে রাসবিহারীতে সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়। এই ঘটনার সমালোচনায় এখন সরগরম সোশাল মিডিয়া।
পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় লিখেছেন, 'বইকে ভয় পাচ্ছে ? বই ?' যদিও এই ঘটনায় কমলেশ্বর মুখোপাধ্য়ায়কে আটক করার কোনও যুক্তি খুঁজে পাননি সৃজিত। সৃজিত জানিয়েছেন, তিনি কমলেশ্বরের পাশে। শুধু সৃজিত নন, কমলেশ্বরের পাশে দাঁড়িয়ে পোস্ট অভিনেতা আবীর চট্টোপাধ্য়ায় থেকে পরিচালক কৌশক গঙ্গোপাধ্য়ায়ের।
নিজের পোস্টে কৌশিক লিখেছেন, 'ডাক্তারবাবু ক্ষতিটা কিন্তু তোমার হচ্ছে।' চুর্ণী গঙ্গোপাধ্য়ায়ের বক্তব্য, বই পড়া বা বই কেনায় তো কোনও অন্য়ায় থাকতে পারে না। সেই কারণেই তো এত বড় করে বইমেলার আয়োজন করা হয়। কমলেশ্বরের পাশে দাঁড়িয়েছেন আবীরও। এছাড়ও এই ঘটনার নিন্দা করেছেন পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, অনিন্দ্য চট্টোপাধ্য়ায়-সহ আরও অনেকে।