মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে (Nizam Palace) যান অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব (TMC MP Dev)। গরুপাচার কাণ্ডে অন্যতম সাক্ষী হিসেবেই তাঁকে তলব করা হয়েছিল সিবিআইয়ের (CBI) তরফে।
গরুপাচার মামলায় তৃণমূল সাংসদ এবং অভিনেতা দীপক অধিকারী (Dipak Adhikari) ওরফে দেবকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই। গত বুধবার এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তরফে নোটিশ যায় দেবের কাছে। নোটিশে জানানো হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় দেবকে নিজাম প্যালেসে সিবিআইয়ের কলকাতা দফতরে হাজির হতে হবে। সূত্রের খবর, গরুপাচার কাণ্ডে যে সমস্ত সাক্ষীদের ইতিমধ্যে জেরা করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাদের বয়ানেই উঠে এসেছে অভিনেতা ও সাংসদ দেবের নাম।
আরও পড়ুন- Kolkata Crime News: ভবানীপুরের গেস্ট হাউজে নিখোঁজ স্বর্ণব্যবসায়ীর দেহ উদ্ধার তদন্তে লালবাজার
সেইমতো আজ মঙ্গলবার তৃণমূল সাংসদ দেব (TMC MP Dev) যান নিজাম প্যালেসে (Nizam Palace)।