রাজ্যের সব থানার সিসিটিভি ঠিক আছে কীনা, তা খতিয়ে দেখতে এবার রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এ ব্যাপারে রাজ্য পুলিশের থেকে রিপোর্ট চেয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। গত ২০ ডিসেম্বর বিচারপতি মান্থা ডিজি মনোজ মালবিয়াকে নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের সব থানায় সিসিটিভি চলছে কীনা, তার রিপোর্ট দিতে হবে। গত ১৩ জানুয়ারি ডিজি তাঁর রিপোর্ট দেন। সেই রিপোর্টে রাজ্য পুলিশের ডিজি জানিয়েছিলেন, কিছু থানায় যদি সিসিটিভি খারাপ থাকে, তা বদলানোর কথা বলা হয়েছে।
রাজ্যের সব পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রেলওয়ে পুলিশের সুপারদের কাছ থেকে ওই রিপোর্ট সংগ্রহ করেছিলেন ডিজি। এ প্রসঙ্গে মঙ্গলবার বিচারপতি মান্থা জানান, রাজ্যের সব থানায় সিসিটিভি যাতে সচল থাকে, তা ডিজি-কেই দেখতে হবে। বিচারপতি মান্থা জানিয়েছেন, আগামী দিনেও থানায় সিসিটিভি সচল থাকার বিষয়ে সজাগ থাকতে হবে স্বরাষ্ট্রসচিবের পাশাপাশি রাজ্য পুলিশকেও।
এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে, দেশের সব থানায় সিসিটিভি বসাতে হবে। সেই নির্দেশ মেনে সিসিটিভি বসানো হয়েছে সব থানায়। কিন্তু বার বার অভিযোগ উঠেছে, অনেক থানায় সিসিটিভি কাজ করে না।