ঢাকুরিয়া রেল লাইনের পাশের ঝুপড়িতে আগুন। এই ঘটনার জেরে পুড়ে ছাই কমপক্ষে ১৫টি ঘর। আগুন লাগার ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য ব্যহত হয় শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের সাতটি ইঞ্জিন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
বুধবার দুপুর ১টা ১০ মিনিট নাগাদ আচমকাই ঢাকুরিয়া রেল বস্তিতে আগুন লেগে যায়। বেশ কয়েকটি বিস্ফোরণও হয় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এর জেযে আতঙ্কিত হন স্থানীয় বাসিন্দারা। আটকে যায় বেশ কয়েকটি ট্রেনও। পরে দমকল ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।