কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২০১৬ সালের শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। কারণ ওই বছরের পুরো নিয়োগ প্যানেলই বাতিল করে দিয়েছে বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। শিক্ষা দফতর সূত্রে খবর, ২০১৬ সালের চাকরি প্রাপকদের বিস্তারিত তথ্য জানতে চেয়ে জেলার বিদ্যালয় পরিদর্শকরা স্কুলের প্রধান শিক্ষকদের চিঠি পাঠিয়েছেন।
এক ধাপে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী কর্মহীন হয়ে পড়ায় রাজ্যের প্রচুর স্কুলে অচলাবস্থা তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেকারণে পরিস্থিতি সামাল দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর।
যদিও শিক্ষা দফতরের এক শীর্ষ কর্তা আনন্দবাজার অনলাইনকে জানিয়েছে, এই ধরনের কোনও তথ্য এই মুহূর্তে প্রয়োজন নেই। কারণ SSC-র তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। অন্যদিকে অন্য একটি সূত্রের খবর, তথ্য সংগ্রহের কাজ শুরু করতে চলেছে। কারণ সেই তথ্য আগামী দিনে বিভিন্ন কাজে ব্যবহার করা হতে পারে।
কর্মহীন হওয়া শিক্ষকরা কোন স্কুলে কর্মরত রয়েছেন, তাঁদের নিয়োগের দিন সহ বিভিন্ন বিষয়ের তথ্য চাওয়া হয়েছে।