রোদ্দুর রায় বিতর্কে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। জানালেন, কিছু লোকজন হতাশা থেকে এমন করছেন। যা সমাজের পক্ষে ক্ষতিকর।
বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণে এসে দিলীপ ঘোষ বলেন, "আমার তো মনে হয়েছে, কিছু লোক হতাশ থেকে এমন ব্যবহার করছেন, যা সমাজের পক্ষে ক্ষতিকর। এই ধরনের কথাবার্তা বলাও ক্ষতিকর। গত ২ বছর ধরে যারা শিল্পী বিশেষ করে তাঁদের কথা কেউ ভাবেনি। তাঁরা খুব কষ্টের মধ্যে আছেন। অনেক বড় বড় শিল্পী, আমি জানি তাদের অনুষ্ঠান নেই। তাঁদের আর্থিক সঙ্গতি নেই। ফলে বিভিন্ন জন বিভিন্ন যে মন্তব্য করছেন, তা হতাশা থেকে, অনটন থেকে করছেন। তাঁদের সঙ্গে কথা বলা উচিত। তাঁদের যে জীবনশৈলী বা তাঁদের কাজ করার সুযোগ দেওয়া উচিত। আর্থিক সমস্যা দূর করার চেষ্টা করা উচিত। তাহলে আমার মনে হয় এই ধরনের সমস্যা হবে না। না হলে এগুলো বাড়তেই থাকবে।"
আরও পড়ুন: নূপুর শর্মা ও নবীন জিন্দলের মন্তব্যকে আপত্তিকর জানিয়ে গ্রেফতারির দাবি তুললেন মমতা
সম্প্রতি কেকে-র অনুষ্ঠান নিয়ে ফেসবুকে লাইভ করে বিতর্ক জড়ান রূপঙ্কর। তার পরিপ্রেক্ষিতেই বিতর্কিত লাইভ করেন রোদ্দুর রায়। প্রশাসনের দিকেও আঙুল তোলেন তিনি। কোন প্রসঙ্গে শিল্পীদের হতাশা ও অনটনের কথা বলেছেন দিলীপ ঘোষ, তা যদিও স্পষ্ট নয়।