ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন BJP-নেতা দিলীপ ঘোষ। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি একটি ছবি পোস্ট করেন। যেখানে লেখা ওল্ড ইজ গোল্ড। দিলীপ ঘোষের ওই পোস্টের জেরে ফের বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ফের পুরনো কর্মীদের ফিরিয়ে আনার বার্তা দিতে চেয়েছেন দিলীপ?
লোকসভা নির্বাচনে হারের পর থেকেই দলের বিরুদ্ধে গিয়ে একাধিক মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। জানিয়েছিলেন, মেদিনীপুরে ভোটে লড়লে এমন ফল হতো না। এর সঙ্গে পুরনো কর্মীদের নিষ্ক্রিয় থাকার কারণেই এই ফল বলে মন্তব্য করেছিলেন তিনি।
Read More- নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের তোড়জোড়, 'নো ফ্লাইং জোন' ঘোষণা! সমস্যা বিমান যাত্রীদের?
রাজনৈতিক মহলের মত, দীর্ঘদিন ধরে BJP-তে কোনঠাসা হয়ে যাচ্ছিলেন পুরনো কর্মীরা। দিলীপ ঘোষও একাধিকবার জানিয়েছিলেন, পুরনো কর্মীদের সক্রিয় করে তুলতে হবে। লোকসভা নির্বাচনে হারের পর ফের সেই নিয়েই মুখ খুললেন তিনি।
যদিও দিলীপের এই পোস্ট নিয়ে BJP-র তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। এদিকে শনিবার সকালেই স্বরূপনগরে পৌঁছে যান দিলীপ ঘোষ। সেখানকার একটি পুকুরে মাছ ধরেন।