কোনও বাধাতেই তাঁদের কর্মসূচি রোখা যাবে না। যেখানে তাঁদের আটকানো হবে, সেখানেই দলীয় কর্মী সমর্থকরা বসে পড়বেন। মঙ্গলবার শিয়ালদহের অস্থায়ী মঞ্চ থেকে এমনটাই জানালেন বিজেপি সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ।
এদিন মঞ্চে উঠে দিলীপ ঘোষ বলেন, “যেভাবে বাধা বিঘ্ন উপেক্ষা করে সকলে এসেছেন, ধন্যবাদ জানাই। গতকাল বিকেল থেকেই পুলিশ জেলায় জেলায় আমাদের কর্মীদের আটকানোর চেষ্টা করেছে। কিন্তু আমাদের বিধায়করা এগিয়ে এসেছেন। বাধা অতিক্রম করে কলকাতায় এসেছেন। এত মানুষ এসেছেন তাঁদের সঙ্গে।”
আরও পড়ুন- Nabanna Kolkata Police : অনুমতি না দিলেও সকাল থেকে সতর্ক পুলিশ, শুরু যান নিয়ন্ত্রণ
সকাল থেকেই জেলার কর্মীরা আসতে শুরু করেছেন। হাওড়া স্টেশনে যেমন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছে এদিন, শিয়ালদহ স্টেশনে পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। বিজেপি কর্মী, সমর্থকদের উজ্জীবিত করতে সকাল থেকেই ময়দানে হাজির বিজেপির প্রথম সারির নেতারা।
বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই উত্তাল রাজ্য রাজনীতি। এমনিতেই এই অভিযানের অনুমতি দেয়নি হাওড়া জেলা পুলিশ। পাশাপাশি বিজেপির অভিযোগ, কলকাতা আসার আগেই আগেই বিভিন্ন জায়গায় তাঁদের কর্মীদের আটক করা হয়েছে।