দরজা এঁটে হেস্টিংসে রাজ্যের দফতরে সাংগঠনিক বৈঠক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder)। অফিসে থেকেও বৈঠকে গরহাজির দিলীপ ঘোষ (Dilip Ghosh। তাহলে কি রাজ্য বিজেপির অন্দরে মন কষাকষি শুরু হয়ে গিয়েছে! মঙ্গলবার সকালে এই নিয়ে সোজাসাপটা জবাব দিলেন সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ।
রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাই ঢুকতে পারেননি। মঙ্গলবার প্রাতঃভ্রমণে এসে এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, "ওর হয়তো জানা ছিল না, আমাকে একটা কোর কমিটির বৈঠকে ডাকা হয়েছিল, সন্ধ্যা সাতটায় ছিল। আমি একটু আগে গিয়েছিলাম। দূর থেকে নেতারা এসেছিলেন। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আমার বৈঠক ছিল।"
আরও পড়ুন: জয়েন্ট (অ্যাডভান্সড) অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে আজ , জানুন ডাউনলোডের পদ্ধতি
উল্লেখ্য, সোমবার বিজেপির দলীয় কার্যালয় হেস্টিংসে সাংগঠনিক বৈঠক ছিল। সেখানে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এসেছিলেন রাজ্যের পর্যবেক্ষক অমিত মালব্য সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের পরবর্তী রণকৌশল নিয়ে বৈঠক ছিল দলের। এই গুরুত্বপূর্ণ বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ। হেস্টিংসের আটতলায় তখন একলা ছিলেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "উনি হয়তো বৈঠকের কথা জানতেন না।"