চাকরির দাবিতে করুণাময়ীতে আমরণ অনশন করছেন প্রাথমিক টেটের চাকরিপ্রার্থীরা। খালি পেটে রাস্তায় শুয়ে প্রতিবাদ। এদিকে অনড় পর্ষদও। করুণাময়ীতে রাস্তায় একদিকে আটকে চাকরির দাবিতে বিক্ষোভ চলছে। স্লোগানও উঠছে। এবার এই নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। জানালেন, "চাকরিপ্রার্থীদের লড়াই সরকারের অযোগ্যতার বিরুদ্ধে।
এদিন দিলীপ ঘোষ বলেন, "সরকার কী ঘোষণা করে দিয়েছে যে এই ব্যাচের আর চাকরি হবে না? সেই ধারণাটা ভুল না ঠিক, সেটা আগে পর্ষদের বলা উচিত ছিল। এখন যখন চাকরি দিতে পারছে না, তখন বলছে চাকরি হবে না।" দিলীপ ঘোষের দাবি, "দেড় লক্ষ চাকরি বাকি আছে। ১০ হাজার নিয়ে বাতিল করে দেবেন। বাকি ছেলেমেয়েরা করবে কী! নিয়োগ হবে না! এর জন্য রাজনীতির কি আছে! তাঁরা তো লড়াই করছে। তারা তো কাউকে ডাকেনি।"
প্রসঙ্গত, মঙ্গলবার পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানান, চাকরিপ্রার্থীদের আন্দোলনে রাজনৈতিক ইন্ধন আছে। তাঁদের আন্দোলন আইনানুগ নয়। ইন্টারভিউ দিয়েই চাকরি পেতে হবে তাঁদের।