মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। মঙ্গলবারই সিবিআই দফতরের হাজিরার নির্দেশ দিয়েছিল হাইকোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। ডিভিশন বেঞ্চে পার্থের সিবিআই দফতরে (CBI) হাজিরার নির্দেশের ওপর স্থগিতাদেশ দেন ডিভিশন বেঞ্চের বিচারপতিরা।
বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানতে চায়, একক বেঞ্চের নির্দেশনামা কি হাইকোর্টের ওয়েবসাইটে জমা পড়েছে! কিন্তু দেখা যায়, তখনও একক বেঞ্চের নির্দেশ ওয়েবসাইটে আপলোড হয়নি। এরপরই এসএসসি সংক্রান্ত সমস্ত মামলায় অন্তর্বর্তী স্তগিতাদেশ দেয়। বুধবার সকাল সাড়ে দশটা পর্যন্ত স্থগিতাদেশ জারি রাখার নির্দেশ ডিভিশন বেঞ্চের। মামলার পরবর্তী শুনানি তখনই হবে।
আরও পড়ুন: রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই হাজিরার নির্দেশ কলকাতা হাইকোর্টের
উল্লেখ্য মঙ্গলবার এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দফতরে ডেকে জেরা করা যেতে পারে। মঙ্গলবার বিকেলেই তাঁকে সিবিআই দফতরে যেতে হতে পারে। এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়ে হাজিরা এড়ানো যাবে না।