Group D Scam: আপাতত সিবিআই জেরা নয় এসএসসির প্রাক্তন উপদেষ্টাকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের

Updated : Apr 01, 2022 20:47
|
Editorji News Desk

এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি (SSC Group D Recruitment scam) মামলায় প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকে (Shanti Prasad Sinha) কোনও জিজ্ঞাসাবাদ করা যাবে না। তবে বাকি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের ওপর স্থগিতাদেশ নয়। এমনটাই জানাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (Calcutta High Court)। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সোমবার পর্যন্ত শান্তিপ্রসাদ সিনহাকে জেরা করতে পারবেন না সিবিআই আধিকারিকরা।

গ্রুপ ডি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌‌হাকে জেরার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে তাঁকে ডেকে জেরা করার জন্য নির্দেশ দেওয়া হয় সিবিআইকে (CBI)। সন্ধে সাতটার সময় তাঁকে নিজাম প্যালেসে তলব করেন সিবিআই কর্তারা। কিন্তু তিনি রাত এগারোটা নাগাদ সিবিআই দফতরে আসেন প্রাক্তন উপদেষ্টা। শুক্রবার সকালে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের (Single Bench) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্রুত শুনানি চেয়ে মামলা করেন শান্তিপ্রসাদ সিনহা। আপাতত স্বস্তি পেলেও, সিঙ্গল বেঞ্চের বাকি নির্দেশ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চও।

আরও পড়ুনএএসএসি Group D দুর্নীতিতে ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের, আরও আধিকারিকদের জেরা হবে

এদিন হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নানা স্কুলে কর্মরত গ্রুপ ডি-র সংশ্লিষ্ট কর্মীদের ঢুকতে দেওয়া যাবে না। তার জন্য সংশ্লিষ্ট জেলা স্কুল পরিদর্শককে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তৎকালীন শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক, ওএসডি-সহ কমিটির সব সদস্যকে এই মামলায় যোগ করার কথা জানিয়েছে কলকাতা হাইকোর্ট। উক্ত ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে, সিবিআই ডাকলেই দ্রুত যেতে হবে। কোনও দেরি করা যাবে না।

শুক্রবারই ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। জানিয়ে দেওয়া হয়, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসেবে স্কুলে প্রবেশ করতে পারবেন না। আদালতে এসএসসির আইনজীবী জানিয়েছেন, বিতর্কিত ৯৮ জনের নিয়োগের সুপারিশ করেনি এসএসসি কর্তৃপক্ষ। আদালতের সামনে দেওয়া সাক্ষ্য এবং নথি অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবারের মধ্যেই বিশেষ কমিটির ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

High CourtSSC Group DCalcutta High CourtCBISSC recruitmentCBI court

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি