সিঙ্গল বেঞ্চের রায়েই আস্থা ডিভিশন বেঞ্চের (Division Bench)। SSC গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশেও বহাল রাখল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। SSC নিয়োগে প্রাথমিকভাবে দুর্নীতি প্রমাণিত হয়েছে। আর এই দুর্নীতিতে যুক্ত আছে উচ্চপদস্থ কর্তারা। প্রাক্তন বিচারপতি বাগের রিপোর্ট জমা দেওয়ার পর বুধবার একথা জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমারের ডিভিশন বেঞ্চ।
এদিন ডিভিশন বেঞ্চ জানিয়েছে, নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তা কোনও ভাবেই মানা হবে না। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখে এবার এসএসসি সংক্রান্ত যাবতীয় মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চেই শুনানি হবে। এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের রায়ে কোনও ভুল নেই। তাঁরা জানিয়েছেন, বিতর্কিত ভাবে চাকরি পাওয়া ব্যক্তিদের বেতন বন্ধ করা বা ফেরত দেওয়ার সিদ্ধান্তেও কোনও ভুল নেই।
আরও পড়ুন: রাজীব হত্যায় দোষী পেরারিভালনের তিন দশক পর কারামুক্তি
SSC গ্রুপ সি, গ্রুপ ডির নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির মোট সাতটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। পরে সব মামলাই ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যায়। প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বে কমিটি গঠন করে ডিভিশন বেঞ্চ।