আলোর উৎসব কালী পুজো, দীপাবলীর আগে পরিবেশ বান্ধব বা সবুজ বাজি পোড়ানোর নির্দেশ আগেই দেওয়া হয়েছে। এবার বাজি পোড়ানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিল রাজ্য। ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পরিবেশ দফতর ও ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। আর এই নিয়ম না মানলে তা শাস্তিযোগ্য হিসেবে বিবেচিত হবে বলেও জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, দীপাবলীর রাতে দু'ঘন্টা রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত পরিবেশ বান্ধব বা সবুজ বাজি পোড়ানো যাবে। দীপাবলী ছাড়াও বলা হয়েছে, ছটপুজোর দিন ভোর ৬টা থেকে ৮টা পর্যন্ত মোট দু'ঘণ্টা সবুজ বাজি পোড়ানো যাবে। ক্রিসমাস এবং নিউ ইয়ার ইভের ক্ষেত্রেও নিয়ম মেনে বাজি পোড়ানোর কথা বলা হয়েছে। এই দু'দিন গ্রিন ক্র্য়াকার্স পোড়ানো যাবে রাত ১১টা বেজে ৫৫ মিনিট থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত। অর্থাৎ ৩৫ মিনিট।
পরিবেশ দূষণ রুখতে প্রতিবছরই দীপাবলির আগে বাজি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় আদালতে। এই বছরও যথারীতি মামলা দায়ের করা হয়েছিল। ১৮ অক্টোবর, মঙ্গলবার এই মামলার শুনানি ছিল হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে। মামলার রায়ে ডিভিশন বেঞ্চ পরিবেশবান্ধব বাজির বিক্রি ও ব্যবহারের উপর নজরদারি রাখার নির্দেশ দিয়েছে রাজ্য এবং কেন্দ্রের দুই এজেন্সি পেশো ও নিরিকে। এমনকি কলকাতা পুলিশকে দীপাবলীর এক সপ্তাহের মধ্যে হাই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে।