এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার একযোগে রাজ্যের ১৩টি জায়গায় হানা দেয় ইডি। বাদ যায়নি রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িও। শুক্রবার বিকেলেই টালিগঞ্জের একটি ফ্ল্যাট থেকে বস্তাবন্দি ২০ কোটি টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া টাকা রাতেই গোনা শুরুর পর সকালে ইডি সূত্রে জানা যায়, এখনও পর্যন্ত ২১ কোটি টাকা গুনতে পেরেছেন ব্যাঙ্ককর্মীরা। টাকা গোনার কাজ চলছে। তারপর থেকেই তদন্তকারীদের নজরে পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ মডেল অর্পিতা মুখোপাধ্যায়। এই তথ্য প্রকাশ্যে আসার পর সকলের একটাই প্রশ্ন, কে এই অর্পিতা?
টলিউডের (Tollywood)সূত্র থেকে জানা গিয়েছে, বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন অর্পিতা। অবশ্য বিভিন্ন ছবিতে সহ-অভিনেত্রী হিসেবে কাজ করে যতটা না পরিচিতি পেয়েছেন তিনি, তার চেয়ে এদিন সন্ধ্যায় বাড়ি থেকে নগদ টাকার পাহাড় উদ্ধার হওয়ায় তাঁকে চিনলেন আমজনতা। এছাড়া, নাকতলা উদয়ন সংঘের পুজোর সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় অর্পিতার। এমনকী, এই পুজোর থিম সঙের অ্যালবামেও বিতর্কিত এই অভিনেত্রীর ছবি ছিল বলে দাবি ইডির।
আরও পড়ুন- West Bengal Covid Update: রাজ্যে নতুন করে কোভিডে আক্রান্ত ২২৩৭ জন, মৃত্যু ৭ জনের
২০১১ সালে ‘বিদেহীর খোঁজে রবীন্দ্রনাথ’ শীর্ষক একটি সিরিয়ালে অভিনয় করেছিলেন অর্পিতা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৯ বছর। সে বছরই অর্পিতার সঙ্গে পরিচয় হয় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তারপর ধীরে ধীরে মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে। ‘চিন্নামা লাভ’ অর্থাৎ ‘মাসির ভালবাসা’ নামে একটি তামিল সিনেমায় ২০১৭ সালে অভিনয় করেন অর্পিতা। পাশাপাশি বেশ কিছু ওড়িয়া ছবিতেও অভিনয় করেন।