বুধবার দিনভর সঙ্গীত শিল্পী কেকে-র (kk's death) আকস্মিক মৃত্যু নিয়েই ব্যস্ত থেকেছে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া। মৃত্যুর সম্ভাব্য কারণ নিয়েও নানা আলোচনা চলছে।
কী কারণে গায়ক কেকে-র মৃত্যু! সেই প্রসঙ্গে একটি ইঙ্গিতপূর্ণ টুইট করেছেন কলকাতা শহরের জনপ্রিয় কার্ডিওলজিস্ট ডঃ কুণাল সরকার (Dr. Kunal Sarkar)। তিনি একটি টুইটে লিখেছেন, "শহর কলকাতার লজ্জা এবং দুঃখের একটি সন্ধ্যা।" একই সঙ্গে তিনি একটি গ্রাফিক্স শেয়ার করেছেন। যেখানে লেখা "যতটা দুঃখ, ততটাই লজ্জা!"
'শো মাস্ট গো অন', কেকে-র কনসার্টে কী অভাব ছিল, এডিটরজি বাংলাকে জানালেন শিল্পী শুভঙ্কর
শিল্পীর মৃত্যুর কারণ হিসেবে বেশ কিছু ঘটনাকে দায়ী করেন কুণাল সরকার , “বেসামাল ভিড়
AC বেহাল-ভীষণ গরম
মুখের উপর ফায়ার এক্সটিংগুইশার স্পে করা
দু'ঘণ্টার উপর সময় নষ্ঠ করে তারপর শেষ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া।”
শেষে তিনি সংযোজন করেছেন, “আমাদের ক্ষমা কর"।
নজরুল মঞ্চের অনুস্থানের পরই কেকে-র অসুস্থ হয়ে পরা এবং তারপর মৃত্যুর ঘটনায় উদ্যোক্তাদের অপরিণামদর্শিতার কথা উঠে এসেছে বারবার। তবে শিল্পীর দেহের ময়নাতদন্তের (post mortem report) প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, কেকে-এর মৃত্য়ুতে কোনও অস্বাভাবিক কারণ নেই। মূলত, প্রবল ক্যাডিয়াক অ্যারেস্টের জেরেই তাঁর মৃত্য়ু হয়েছে বলেও দাবি ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। শহরের বিশেষজ্ঞরা মনে করছেন, মায়ো কার্ডিয়াল ইনফ্র্যাকশনেই প্রাণ হারিয়েছেন বলিউডের গায়ক। জানা গিয়েছে, তাঁর ফুসফুসে জল জমে ছিল। এবং বেশ কয়েক বছর ধরেই তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। যা নিয়ে প্রয়াত শিল্পী বেশ উদাসীন ছিলেন বলেই দাবি পরিবারের।