এখনও ভেন্টিলেশনেই (Ventilation) রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। হাসপাতাল সূত্রে খবর, আজ, রবিবার তাঁর সিটি স্ক্যান (CT Scan) করানো হতে পারে। তবে রাতের পর থেকে এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। এদিন দুপুরে তাঁর সিটি স্ক্যান করানোর পরিকল্পনা নিয়েছে মেডিক্যাল বোর্ড। এই রিপোর্ট পাওয়ার পরেই হয়তো পরবর্তী পদক্ষেপ করা হবে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সংক্রমণের জেরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফুসফুসের কতটা ক্ষতি হয়েছে তা সিটি স্ক্যান করলেই বোঝা যেতে পারে। পাশাপাশি সিওপিডি এবং আনুসাঙ্গিক যা রয়েছে, তাও স্পষ্ট হতে পারে এই সিটি স্ক্যানের মাধ্যমে। তবে এদিন সকালে হাসপাতাল থেকে বলা হয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন : ফুসফুসে সংক্রমণ, বেড়েছে ক্রিয়েটিনিন, ভেন্টিলেশনে প্রাক্তন মুখ্যমন্ত্রী
গত বুধবার থেকেই নিউমোনিয়ায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর বালিগঞ্জের পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই চলছিল চিকিৎসা। কিন্তু এদিন দুপুরে খাওয়ার পর আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবার সূত্রে দাবি, বাড়তে থাকে তাঁর শ্বাসকষ্ট। রক্তে দ্রুত কমতে থাকে অক্সিজেনের মাত্রা। তাই ঝুঁকি না নিয়েই বুদ্ধদেববাবুকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ অ্যাম্বুল্যান্সে গ্রিন করিডোর করে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসায় ইতিমধ্যেই নয় চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী দুটি ফুসফুসেই সংক্রমণ আছে। সংক্রমিত হয়ে তাঁর শ্বাসনালীও। শরীরে মিলেছে ড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাক্টেরিয়া। হাসপাতাল সূত্রে এর আগে জানানো হয়, খানিকটা আচ্ছন্ন অবস্থায় ছিলেন তিনি। তবে নাম ধরে ডাকলে সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দেখা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য এবং সন্তান সুচেতন ভট্টাচার্যের সঙ্গে। হাজির ছিলেন সিপিএম নেতা রবীন দেব। দেখা করে যান সূর্যকান্ত মিশ্র। রাতে হাসপাতালে ঘুরে যান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।