দুপুরে বাজ পড়ে বৃষ্টি। তাতেও পঞ্চমীর সন্ধ্যায় কলকাতাকে রুখতে পাড়া গেল না। পুলিশের অনুমতি ছাড়া আরজি করের প্রতিবাদে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের মিছিল। তার মধ্যেই বোধনের আগের সন্ধ্যায় ভিড় ঠেলে বাগবাজার টু বাবুবাগান উৎসবের আনন্দে নেমে মেতে উঠল তিলোত্তমা।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চতুর্থীর রাত থেকে ভিড় বাড়তে শুরু করে কলকাতার মণ্ডপে। ভিড়ের ব্যারোমিটারে ইতিমধ্যেই বাকিদের ছাপিয়ে গিয়েছে মধ্য কলকাতার লেবুতলা পার্ক। তাদের ১১ডি থিম এবার সবার মন কেড়েছে। পঞ্চমীর সন্ধ্যাতেও এই মণ্ডপে ভিড়ে কোনও টোল পড়েনি।
জেলার পুজো গুলির মধ্যে উদ্বোধনের পর থেকে লোক টানছে কল্যাণীর আইটিআই পার্ক, শ্রীভূমি এবং সল্টলেকের এফডি ব্লক। দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু পুজো রয়েছে, যারা এবার বিশেষ নজরে এসেছে। বেশ কিছু সংস্থার তরফে ইতিমধ্যেই একাধিক পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে।
এই পুজোর মধ্যেও এদিন সন্ধ্যায় আরজি করের প্রতিবাদে মিছিল করেছেন জুনিয়র ডাক্তাররা। এদিন থেকেই বাড়িতে ধরণা শুরু করেছে নির্যাতিতার পরিবার। এসবের মধ্যেই আরজি করের পর গণইস্তফার হুমকি দিয়েছে এসএসকেএমও। অনশনরত জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে বুধবার পর্যন্ত সরকারকে সময়সীমা দেওয়া হয়েছে।
সবমিলিয়ে একদিকে উৎসব, অন্যদিকে দ্রোহ। এই দুয়ের আবহে বোধনের আবাহন বাংলার। প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি প্রতিবাদ মিছিলে পঞ্চমীর সন্ধ্যায় সরগরম হল কলকাতা।