বাংলাকে ভাগ হতে দেব না। একুশের মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তৃণমূল নেত্রীর দাবি, বাংলাকে টার্গেট করেছে বিজেপি (BJP)। দার্জিলিংয়ে (Darjeeling) বিজেপির হার নিয়েও কটাক্ষ করেছেন তিনি।
তৃণমূল নেত্রী বলেন, "এরপর হরিয়ানা ভাঙব। এরপর ছত্তিশগড় ভাঙব। এরপর বাংলাও ভাঙব। আমি বলি, বাংলাকে টার্গেট করো না। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে। প্রথমে দেখো ওকে। আপনি জঙ্গলমহল দেখেছেন! গোপীবল্লভপুর দেখেছেন! বেলপাহাড়ি দেখেছেন! ঝাড়গ্রাম দেখেছেন? কালচিনি দেখেছেন! জলপাইগুড়ি দেখেছেন! দার্জিলিংয়েও হেরেছে।"
আরও পড়ুন: 'মানুষের বৃষ্টি বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে', আক্রমণ মমতার
এরপরই মঞ্চে জিটিএ নেতা অনীক থাপা যে তৃণমূলের সঙ্গে আছেন, তাও মঞ্চ থেকে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "দার্জিলিংয়ে জিটিএ চেয়ারম্যান অনীক থাপা আমাদের সঙ্গে আছে। একসঙ্গে আছে। তৃণমূলের সঙ্গে থেকে পাহাড়ের শান্তি ফিরিয়েছে। পাহাড়েও আমরাও জিতেছি। পাহাড়ের লোকদের অভিনন্দন। ২০২১ সালে কী না করেছি! আজকের দিন শহিদ তর্পণ করি। সঙ্গে ২০২১ সালে যে জনতার রায় পেয়েছি, তাদেরকে স্যালুট করি। অভিনন্দন করি, সালাম করি।"