অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওড়িশি নৃত্যশিল্পী তথা সৌরভ গঙ্গপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন ডোনা। হাসপাতাল সূত্রে খবর, সৌরভ পত্নী চিকনগুনিয়া আক্রান্ত।
নবমী রাতে আচমকাই অসুস্থ বোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর জানা যায় ডোনা চিকনগুনিয়া আক্রান্ত। তবে দশমীর সকালে তুলনামূলক ভাবে ভাল আছেন তিনি।
উডল্যান্ড হাসপাতালে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে রয়েছেন ডোনা। হাসপাতাল সূত্রে খবর, গায়ে জ্বর রয়েছে, ব্যথাও অনুভব করছেন। শরীরে র্যাশ রয়েছে তাঁর। আজই ডোনাকে দেখতে হাসপাতালে যেতে পারেন সৌরভ। সল্টলেকের করুণাময়ীতে দশমীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহুরতে তা বাতিল করেছেন সৌরভ।