আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য-রাজনীতি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আমোদ আহ্লাদ নিয়ে দ্বিধাবিভক্ত সকলেই। এর মধ্যেই আরজি কর কাণ্ডের জেরে সঙ্গীত শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের একটি অনুষ্ঠান বাতিল করল লন্ডনের একটি পুজো কমিটি।
জানা গিয়েছে, লন্ডনে নিজের নাচের দল নিয়ে অনুষ্ঠান করার কথা ছিল সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের। কিন্তু এই অনুষ্ঠান নিয়ে শুরু হয়েছে বিতর্ক। লন্ডনের এক পুজো কমিটির তরফে জানানো হয়েছে আগামী ৫ অক্টোবর পূর্ব নির্ধারিত ডোনা গঙ্গোপাধ্যায় ও সম্প্রদায়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। ইতিমধ্যেই ওই কমিটি সোশ্যাল মিডিয়ায়ও সেই কথা জানিয়েছে।
এই বিষয়ে মুখ খুলেছেন শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই আবহে বেঙ্গলি কালচার সোসাইটি পুজো সেলিব্রেট করতে চায়নি। দুই পক্ষের সম্মতিতেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এই আবহে যারা উৎসব করতে চান তাঁরা করছেন, যারা চাইছেন না তাঁরা করছেন না।
একই সঙ্গে ডোনা জানান, এই বারের আবাহন একটু অন্য রকম হোক তিনি চান। সেই কারণেই তাঁর সম্প্রদায় এবং তিনি তিনি দুর্গাপুজোর চার দিন এমন কিছু অনুষ্ঠান করতে চান, যাঁর মধ্যে রয়েছে প্রতিবাদ কিংবা প্রার্থনা। তাই যারা অনুষ্ঠান বাতিল করছেন তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি। আর যারা করছেন না তাঁদের অনুষ্ঠানে নাচের মাধ্যমেই প্রতিবাদে জানাতে চান।
সম্প্রতি বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময় আরজিকরের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন,'অনেক লোক অসুস্থ হয়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা আমাদের কর্তব্য। রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?'
একইসঙ্গে ডোনার সংযোজন, 'বাংলার সব মানুষ প্রতিবাদ করছেন এটা গর্বের। সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাবে।' এর পরেই নেটিজনদের রোষের মুখে পড়েন ডোনা। রীতিমতো সমালোচনার ঝড় ওঠে।