দুর্গাপুজোয় 'প্যান্ডেল হপিং' অনেকেরই না-পসন্দ। তাঁরা বরং চান পুজোর কয়েকদিনে নবসাজে সেজে ওঠা তিলোত্তমাকে দু'চোখ ভরে দেখতে। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করল রাজ্য সরকার। ফিরিয়ে আনা হচ্ছে ডবল ডেকার বাস! তাও আবার একদম ঝাঁ চকচকে চেহারায়! সেই দো'তলা বাসে চড়ে কলকাতা ভ্রমণের খরচও যৎসামান্য - জনপ্রতি মাত্র ৫০ টাকা।
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর রাজ্যের পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) এই বাসগুলি উদ্বোধন করবেন। তারপর থেকেই পাওয়া যাবে পরিষেবা। রাজ্য সরকার জানিয়েছে, বাসগুলি সকাল ১১ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ঘুরে বেড়াবে কলকাতার (Kolkata) ঐতিহ্যশালী বিভিন্ন রাস্তায়। দু'টি বাস আসা যাওয়া করবে৷ সফর শুরু হবে রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোড থেকে। এরপর ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, সেন্ট জনস চার্চ, ডেকার্স লেন, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেটে এসে শেষ হবে যাত্রা। উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখবেন যাত্রীরা।
বাসে থাকছে জাহাজের ডেকের মতো রেলিং ঘেরা খোলা জায়গা। রোদ-বৃষ্টি থেকে বাঁচতে থাকবে ছাতা। খোলা ছাদে থাকবে ১২টি আসন। বাসের ঘেরা জায়গায় থাকবে ১৪টি আসন। কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না।