প্রথমে জুতো পেটার নিদান। তারপর বিরোধী দলের নেতাদের বাঁদর বলে সম্বোধন। এবার পিঠে তাল পড়ার হুমকি। কার্যত রোখাই যাচ্ছে না দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়কে। দুর্নীতি ইস্যুতে বিরোধীদের বার্তা দিতে গিয়ে বার বার তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করছে রাজ্য রাজনীতিতে। যা ফের প্রমাণ মিলল দক্ষিণ দমদমে। শুক্রবার স্থানীয় এক জলপ্রকল্পের উদ্বোধনে গিয়ে বিরোধীদের সতর্ক করতে গিয়ে পিঠে তাল পড়ার হুঁশিয়ারি দিলেন দমদমের সাংসদ।
কার্যত হুঁশিয়ারির সুরে সৌগত জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সকলে চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে তৃণমূলের ছেলেরা রেগে যান। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবেন তার কোনও গ্যারান্টি নেই। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকেই বলছেন এই দু’টি কথা ভুলেও যেন তারা না বলে।
সৌগতকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, তৃণমূল নেতারা যখন টাকা নিচ্ছেন তখন তৃণমূলের ছেলেরা রেগে যান না। এই রাগ বেশিদিন থাকবে না। সাধারণ মানুষ নামিয়ে দেবে। এসব এ বয়সে শোভা পায় না। তাই যা তা কথা বলবেন না বলেও দমদমের সাংসদকে সতর্ক করেছেন দিলীপ।
রাজ্যের একসময়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল আপাতত জেল হেফাজতে। পার্থকে ইডি গ্রেফতার করে এসএসসি নিয়োগ দুর্নীতিতে। গরু পাচার মামলায় সিবিআইয়ের জালে অনুব্রত। এই দুই গ্রেফতারির পর বিরোধীদের বেলাগাম ভাষায় আক্রমণ অভিযোগ সৌগত রায়ের বিরুদ্ধে।