সকাল সকাল পুকুর থেকে গলা কাটা দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য দমদম (Dumdum) থানা এলাকার সুভাষনগর এলাকায়। মৃত ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে দমদম থানার পুলিশ। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, শনিবার সকালে ফুল তুলতে গিয়েছিলেন স্থানীয় এক মহিলা। উনি আচমকাই দেখেন সুভাষনগর দুধপুকুরে কিছু একটা ভেসে রয়েছে। কী ভাসছে বুঝতে না পেরে নিজের স্বামীকে ডেকে আনেন। তারপর বাকিদের খবর দেন। ফোন করা হয় থানায়। উদ্ধার করা হয় মৃত দেহটি।
আরও পড়ুন - বাংলাদেশের দিকে নিম্নচাপ, মেঘ সরিয়ে মিলল রোদের দেখা, আর কী জানাল হাওয়া অফিস ?