শুট আউট অ্য়াট দমদম। সাতসকালে দমকল কেন্দ্রে মধ্যে ঢুকেই এক দমকল কর্মীকে লক্ষ করে চলল গুলি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ওই দমকল কর্মী। ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। দুষ্কৃতীরা অধরা। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল আটটা নাগাদ এই ঘটনা ঘটেছে। ওই দমকল কর্মীর নাম স্নেহাশিস রায়। কিন্তু কেন তাঁকে টার্গেট করা হল, তার তদন্ত শুরু হয়েছে।
এদিন সকালে রোজের মতোই দফতরে এসেছিলেন স্নেহাশিস। সেই সময় তাঁকে বাইরে ডাকেন এক যুবক। স্নেহাশিসের অভিযোগ বাইরে ডেকে তাঁর উপর হামলা করা হয়। সামান্য দূরে সরে যেতে প্রাণে বাঁচেন তিনি।
কিন্তু কেন তাঁর উপর হামলা ?
ওই দমকল কর্মী জানিয়েছেন, গত কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে সেই সময় কিছু বিতণ্ডাও হয়েছিল। সেই যুবকই মঙ্গলবার সকালে দমকল কেন্দ্রের সামনে এসে স্নেহাশিসের জন্য অপেক্ষা করছিলেন। স্নেহাশিস অফিসে ঢুকতেই তিনি ডাকেন। এবং বলেন, সে দিনের ঝগড়ার জন্য সর্বসমক্ষে ক্ষমা চাইতে চান। স্নেহাশিস এগিয়ে আসতেই পকেট থেকে বন্দুক বের করে এক রাউন্ড গুলি চালিয়ে দেন বলে অভিযোগ।