কলকাতার বহুতলে অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে আগুন লাগে দমদমের নাগেরবাজারের ডায়মন্ড সিটি ফ্ল্যাটের ১৬ তলায়। নিচ থেকে প্রথমে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় দমকলে। প্রাথমিক ভাবে আসে দমকলের দুটি ইঞ্জিন। গুরুত্ব বুঝে পরেও আরও তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। শুরু হয় উদ্ধারের কাজ। কিছুক্ষণের মধ্যেই ১৬তলা থেকে বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়। খানিকক্ষণের মধ্যে বাকিদের উদ্ধার করা হয়।
দমকল সূত্রে খবর, বেলা আড়াইটে নাগাদ ১৬তলার ওই ফ্ল্যাটে প্রথম আগুন লাগে। প্রাথমিক ভাবে দমকলের দাবি, রান্নাঘরে সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্ক ছড়ায় ওই ফ্লোরে থাকা বাসিন্দাদের মধ্যেও। তবে আবাসিকদের দাবি, দমকল আসার আগেই স্থানীয় যুবকরাই উদ্ধারের কাজ শুরু করেছিল। তাই খুব দ্রুতই ওই ফ্লোরে থাকা বাসিন্দাদের নামিয়ে আনা সম্ভব হয়।
ঘটনাস্থলে গিয়ে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু দাবি করেন, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে কী কারণে আগুন, তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। যে ফ্ল্যাটে আগুন লেগেছে, তা বেশ বড় বলেই দাবি করেন দমকল মন্ত্রীর।