এবার দুর্গাপুজোতে বৃষ্টিই কাঁটা। ২ বছর পর পুজোর স্বাভাবিক ছন্দে বাধা হচ্ছে বৃষ্টি। জগৎ মুখার্জি পার্কের পুজো কিন্তু আগে থেকেই তৈরি। পুজোর সন্ধ্যায় মণ্ডপে ঢুকলেও বর্ষার অনুভূতি পাবেন উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের এই পুজোয়। এবারের থিম বর্ষামঙ্গল।
পুজোর আগে থেকেই শহর জুড়ে সতর্কবার্তা দিয়েছিল জগৎ মুখার্জি পার্ক। কলকাতা ভেসে যাওয়ার সতর্কবার্তা। ঠাকুর দেখতে গিয়ে মণ্ডপে ঢুকে ভিজে যাবেন ? একেবারেই নয়। বরং মণ্ডপের ভিতর একটু শীতল অনুভূতি পাবেন। অথচ আপনার গায়ে একফোঁটাও জল পড়বে না।
বর্ষাকে মূলত সৃষ্টির ঋতু বলা হয়। মায়ের আগমনে তাই গোটা মণ্ডপটাকেই বর্ষা ঋতুর রূপ দেওয়া হয়েছে। মণ্ডপ সজ্জায় মেঘ, বৃষ্টি থেকে শুরু করে ছাতা, রেইনকোট সবই ব্যবহার করা হয়েছে। আলোক সজ্জায় ব্যবহার করা হয়েছে ছোট ছোট নৌকো। একই সঙ্গে বর্ষার আবহ তৈরি করার জন্য বাজানো হয়েছে বর্ষা কালের বিভিন্ন শব্দ। মণ্ডপের ভিতর প্রবেশ করলেই দেখা যাচ্ছে মা দুর্গার চারপাশ থেকে ঝরে পড়ছে বারিধারা।
দীর্ঘ দুবছর পর করোনা পরিস্থিতি কাটতেই মাস্কবিহীন পুজো কাটাতে মরিয়া বাঙালি। পুজোর সন্ধ্যেয় উত্তর কলকাতার এই পুজোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।