চতুর্থীতে ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে কলকাতা মেট্রোয়। কলকাতা মেট্রো রেলওয়ে সূত্রের খবর, আড়াই বছর পর চতুর্থীতে এই প্রথম ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি হয়েছে।
করোনা অতিমারির দাপট কমেছে কিছুটা। ফলে এই বছর মহালয়ার পর থেকেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে বেরিয়েছে বাঙালি। তার উপর ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তাই সপ্তমী অষ্টমী আসার অপেক্ষা না করে চতুর্থী থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় ছিল চোখে পড়ার মতো।
আর সেই ভিড়ের দৌলতেই চতুর্থীতে আয়ের রেকর্ড ভেঙেছে কলকাতা মেট্রো। পরিসংখ্যান বলছে, শুধুমাত্র বৃহস্পতিবারই ৭ লক্ষ ১০ হাজার ৫১২ জন যাত্রী কলকাতা মেট্রোর যাতায়াত করেছেন। যা গত আড়াই বছরে এই প্রথম।
বৃহস্পতিবার টিকিট বিক্রি করে মেট্রোর আয় হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮১ হাজার ৩৭৮ টাকা। যার বেশিটাই বিক্রি হয়েছে দমদম থেকে। তবে, উত্তর-দক্ষিণ মেট্রো রেল বিপুল পরিমাণে যাত্রীর পেলেও ইস্ট্র-ওয়েস্ট মেট্রোতে বৃহস্পতিবার যাত্রী সংখ্যা হয়েছিল ৪২ হাজার ৮৬৬ জন।
পুজোয় শহর-শহরতলীর বেশিরভাগ মানুষের ভরসা এই মেট্রো। যে কারণে পুজোয় আরও বেশি সময় পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল। কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকেই এই নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ২৪৮টি রেক চালানো হবে। তবে, দশমীতে কমানো হবে মেট্রো সংখ্যা। ওইদিন আপ-ডাউন মিলিয়ে ১৩২টি মেট্রো চলবে। আবার ২৩৪টি মেট্রো চালানো হবে একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত।