চতুর্থীর পর এবার পঞ্চমী। শুক্রবার ফের কলকাতা মেট্রোতে বিপুল পরিমানে ভিড়। সারাদিনে মোট ৭ লক্ষ ৪২ হাজার ১৯৩ জন যাত্রী ওঠা নামা করেছেন। যার ফলে চতুর্থীর পর ফের একদিনে মেট্রোর আয় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৬৭৮ টাকা। করোনা কাল কাটিয়ে ওঠার পরে ফের এই বিপুল পরিমানে আয় দেখে স্বাভাবিক ভাবেই খুশি মেট্রো আধিকারিকরা।
করোনার দাপট কমতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা। ফলে, তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যেই দু'বছর পর চতুর্থীতে রেকর্ড আয় করেছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার ৭ লক্ষ ১০ হাজার ৫১২ জন কলকাতা মেট্রোতে চড়েছেন। যার জেরে আয় হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮১ হাজার ৩৭৮ টাকা। শুক্রবার সারাদিনে সেই আয়ের রেকর্ড ভেঙে গিয়ে আয় হয়েছে ১ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৬৭৮ টাকা।
পুজোয় শহর-শহরতলীর বেশিরভাগ মানুষের ভরসা এই উত্তর-দক্ষিণ শাখার মেট্রো। যে কারণে পুজোয় আরও বেশি সময় পরিষেবা দেবে কলকাতা মেট্রোরেল। সপ্তমী থেকে নবমী ভোর রাত পর্যন্ত চালানো হবে মেট্রো। কারণ এই মেট্রোই উত্তর এবং দক্ষিণ কলকাতার একাধিক বড় পুজোকে কানেক্ট করে।
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকেই এই নতুন সময়সূচি অনুযায়ী মেট্রো চলবে। পঞ্চমী ও ষষ্ঠীতে আপ ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সংখ্যা বাড়িয়ে ২৪৮টি রেক চালানো হবে। তবে, দশমীতে কমানো হবে মেট্রো সংখ্যা। ওইদিন আপ-ডাউন মিলিয়ে ১৩২টি মেট্রো চলবে। আবার ২৩৪টি মেট্রো চালানো হবে একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত।