এবারে ৫০ বছরে পা দিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো। আর ক্লাবের এই সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে বাড়ানো হল দুর্গা প্রতিমার গায়ের গয়নার ওজন। যদিও ঠিক কত কিলো গয়না পরানো হয়েছে এই বছরে সেই বিষয়ে মুখ খোলেননি পুজোর উদ্যোক্তা তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু।
গত ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিবারই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সাধারণের জন্য এখনও মণ্ডপ খুলে দেওয়া হয়নি। আজ মহালয়া। দেবী পক্ষের সূচনা হতেই সাজ সাজ রব পড়ে গিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। প্রতিমার সামনে থরে থরে সাজিয়ে রাখা হয়েছে সোনার গয়না। যা একে একে পরিয়ে দেওয়া হচ্ছে প্রতিমাকে। আজ প্রতিমাকে সাজানো হবে। এরপর সোমবার থেকেই সাধারণের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ।
দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, 'প্রতি বছরই বিভিন্ন গয়না প্রস্তুতকারক সংস্থা পুজোর জন্য এই গয়নাগুলি প্রতিমাকে দেয়। পুজোর কয়েকটা দিন দেবীর গায়ে পরানো থাকে গয়না। পুজোর পর ওই সংস্থা নিজেদের খুলে নিয়ে যায় সব গয়না। এই বছর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনেক বেশি পরিমানে গয়না পরানো হয়েছে।' যদিও ঠিক কত ওজনের গয়না পরানো হয়েছে তা তিনি জানেন না।
গত বছর দুবাইয়ের বুর্জ খলিফার আদলে মণ্ডপ তৈরি করে তাক লাগিয়েছিল শ্রীভূমী স্পোর্টিং ক্লাব, তবে বেলাগাম ভিড় সামাল দিতে সপ্তমী রাতেই বন্ধ করে দিতে হয়েছিল দর্শকের প্রবেশ। এবছর রোমের ভ্যাটিকান সিটির আদলে তৈরি হয়েছে শ্রীভূমির মণ্ডপ।