Durga Puja 2023 : কলকাতার বুকেই এবার অযোধ্যার রামমন্দির, পুজোর এই অভিনব থিমে সাজছে কোন ক্লাব ?

Updated : Aug 29, 2023 13:49
|
Editorji News Desk

অযোধ্যায় তৈরি হচ্ছে রামমন্দির । উদ্বোধন আগামী বছর জানুয়ারিতে । কিন্তু, তার ঠিক দুই-তিন মাস আগেই রামমন্দিরের উদ্বোধন হয়ে যাচ্ছে কলকাতায় ।  অবাক হচ্ছেন ? ভাবছেন কলকাতায় আবার রামমন্দির ? তা কী করে সম্ভব ? বাস্তবে কিন্তু তেমনটাই ঘটতে চলেছে । বিষয়টা একটু খোলসা করেই বলা যাক । 

লেবুতলা পার্কে তৈরি হচ্ছে রামমন্দির । এটাই সন্তোষ মিত্র স্ক্যোয়ারের এবছরের দুর্গাপুজোর থিম । গত বছর ছিল আজাদি কা অমৃত মহোৎসব থিম ।  লাইট অ্যান্ড সাউন্ড, সেইসঙ্গে মণ্ডপসজ্জায় তাক লাগিয়েছিল সন্তোষ মিত্র স্ক্যোয়ার ।  আর এবছর অযোধ্যার রামমন্দির । ইতিমধ্যেই মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে । হাতে আর বেশিদিন বাকি নেই । তাই তোড়জোড় লেগে গিয়েছে রীতিমতো । 

কেন এই থিম ? 

পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষ জানিয়েছেন, শরৎকালে মা দুর্গার অকালবোধন শুরু করেছিলেন রামচন্দ্র । আর জানুয়ারি মাসেই উদ্বোধন হচ্ছে রাম মন্দিরের । তাই, এই দুই কথা মাথায় রেখে রামমন্দিরের থিম পরিকল্পনা করা হয়েছে । অনেকে আবার থিমের ভাবনায় রাজনৈতিক রং লাগিয়েছেন । সজল ঘোষ জানিয়েছেন, তাঁদের ইচ্ছা, অমিত শাহ পুজোর উদ্বোধন করুক । 

এদিকে, জানা গিয়েছে, এবারও সরকারি অনুদান নিচ্ছে না সন্তোষ মিত্র স্কোয়্যার । সজল ঘোষের কথায়, ওই অনুদানে হতাশা, কষ্ট, রক্ত, মায়ের চোখের জল সব জড়িয়ে আছে। ওই অনুদান নেওয়া যায় না । এমনকী তাদের ক্লাব কার্নিভালেও যাবে না । উল্লেখ্য, চলতি বছর দুর্গাপুজোয় প্রত্যেক ক্লাবকে ৭০ হাজার করে অনুদানের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Durga Puja

Recommended For You

editorji | কলকাতা

Kolkata Book Fair: ময়দানের স্মৃতি ফিরছে সেন্ট্রাল পার্কে, খোলা আকাশের তলায় বইমেলা, ধুতি-শাড়িতে ম্যাসকট!

editorji | কলকাতা

Sampriti Overpool: ৮ ঘণ্টা সম্প্রীতি উড়ালপুলে যান চলাচল বন্ধ, ৯০ দিন কীভাবে যাতায়াত করবেন!

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: মিটার ডাউন! কলকাতার বৃদ্ধ হলুদ ট্যাক্সি, ঐতিহ্য নাকি আদিখ্যেতা? কী বলছে শহর?

editorji | কলকাতা

Jagannath Temple Digha: জগন্নাথ দেবকে আর প্রসাদে দেওয়া হবে না খাজা

editorji | কলকাতা

Kolkata Yellow Taxi: দূষণ গেরোয় ফ্যাকাসে হলুদ, রাজপথে বাতিলের খাতায় কলকাতার 'বৃদ্ধ' ট্যাক্সি