আগামী বছর (2024) উৎসব, পুজো, মনীষীদের জন্মদিন মিলিয়ে প্রায় দেড় মাস ছুটি থাকবে রাজ্যের সরকারি কার্যালয়, অফিস, আদালত, স্কুল, বিশ্ববিদ্যালয়। সেই মর্মেই বিজ্ঞপ্তি প্রকাশ করল নবান্ন (Nabanna)।
নবান্ন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৪ সালে চতুর্থী থেকে দুর্গাপুজোর (Durga Puja 2024) ছুটি পাবেন সরকারি কর্মীরা। দ্বিতীয় ও তৃতীয়া শনি-রবি। অর্থাৎ, দ্বিতীয়া থেকেই শুরু হয়ে যাবে পুজোর ছুটি। লক্ষ্মীপুজো পড়েছে বুধবার, ২ দিন অর্থাৎ ১৮ তারিখ পর্যন্ত ছুটি। অফিস খুলবে ১৯ অক্টোবর।
আরও পড়ুন - তিলোত্তমার বাতাসে 'বিষ', বিশ্বের সবথেকে দূষিত শহর কলকাতা, দ্বিতীয় ঢাকা
ন্যাশনাল ইম্পর্ট্যান্স আইন তথা এনআই অ্যাক্টে ২০২৪ সালে মোট ২২ দিন ছুটি রয়েছে। এর উপর রাজ্য সরকারের আরও ২৩টি ছুটি রয়েছে। ফলে, জরুরি পরিষেবা ছাড়া মোট ৪৫ দিন ছুটি পাবেন সকল কর্মচারীরা।