দুর্গা পুজো (Durga Puja 2023) শেষ। এখন বাঙালির পাখির চোখ ঝলমলে, রং-রঙিন, বর্ণাঢ্য শোভাযাত্রায় মোড়া রেড রোডের কার্নিভালে (Durga Puja Carnival 2023)। ওই আর একটা দিন ফের উমাকে বিদায় দিতে রেড রোডে ভিড় করবে বঙ্গবাসী। আর এই মেগা ইভেন্টের কারণেই শুক্রবার মধ্যরাত থেকে কলকাতার একাধিক রাস্তায় বন্ধ করে দেওয়া হবে যান চলাচল।
কোন কোন রাস্তা বন্ধ থাকবে?
নির্দেশিকা অনুসারে,শুক্রবার অর্থাৎ ২৭ তারিখ রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হবে রেড রোড। যতক্ষন না কার্নিভাল শেষ হবে বন্ধ থাকবে ওই রাস্তা। এছাড়াও রেড রোডের আশেপাশের একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হবে।
এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত কোনও পণ্যবাহী যান চলাচল করতে দেওয়া হবে না। একই সঙ্গে লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে।
খিদিরপুর রোডে দুপুর ২টো থেকে আর কোনও গাড়ি চলবে না। শুধুমাত্র কার্নিভ্যালে যোগ দিতে আসা এবং বিদ্যাসাগর সেতু ধরে আসা গাড়িগুলিকে ওই রাস্তায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। পার্কিংয়ের ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন - কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, মুখ্যমন্ত্রীর চোটের কারণে মূল মঞ্চের নকশা বদল
দুপুর ২টোর পর থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট. ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ থাকবে। পার্কিং করা যাবে না বেটিঙ্ক স্ট্রিটের কিছুটা অংশ, আর এন মুখার্জি রোড. হেয়ার স্ট্রিট, ওল্ড কোর্ট হাউস স্ট্রিটেও।