দুর্গাপুজো (Durga Puja 2023) শেষ হলেও এখনও বাকি রয়েছে কার্নিভাল। আগামী ২৭ অক্টোবর রেড রোডে কার্নিভালের (Durga Puja Carnival 2023) আয়োজন করা হয়েছে। আর কার্নিভাল থেকে বাড়ি ফিরতে যাতে কোনও রকমের সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণেই মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত বাস, ট্রেন এবং মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর।
পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে জানাও হয়েছে, দর্শকদের কার্নিভালে পৌঁছানোর জন্য অতিরিক্ত বাস নামানো হবে রাস্তায়। বাড়ি ফেরার জন্য মধ্যরাত পর্যন্ত বাস পরিষেবা চালু থাকবে।
আরও পড়ুন - কার্নিভালের প্রস্তুতি তুঙ্গে, মুখ্যমন্ত্রীর চোটের কারণে মূল মঞ্চের নকশা বদল
মেট্রো এবং ট্রেনও বেশি রাত পর্যন্ত চালানো হবে। ইতিমধ্যেই পরিবহণ দফতরের তরফ থেকে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দেওয়া হয়েছে। এমনকি অতিরিক্ত লোকাল ট্রেন চালানোরও পরিকল্পনা করা হয়েছে।