বোধন হয়নি, তবু মহালয়া থেকেই কলকাতায় দুর্গা পুজোর মণ্ডপে মণ্ডপে ভিড়। রাস্তায় রাস্তায় শুরু হয়ে গিয়েছে তুমুল যানজট। এই আবহে ভিড় এড়াতে পঞ্চমী-ষষ্ঠীর ভোর থেকেই বেরিয়ে পড়তে পারেন ঠাকুর দেখতে। ভোর ভোর পাওয়া যাবে মেট্রো।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, পঞ্চমী-ষষ্ঠী এই দু’দিনই মেট্রো পরিষেবা শুরু হবে ভোর ৬টা ৫০ মিনিট থেকেই। তবে এই পরিষেবা পাওয়া যাবে শুধুমাত্র উত্তর-দক্ষিণ মেট্রোয় অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত
দমদম এবং কবি সুভাষ— দুই স্টেশন থেকেই প্রথম মেট্রো ছাড়বে ভোর ৬টা ৫০ মিনিটে। অন্য দিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ৬টা ৫৫ মিনিটে এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
ইতিমধ্যে মেট্রোর গত বছরের ষষ্ঠীর ভিড়কে ছাপিয়ে গিয়েছে এ বছরের তৃতীয়ার ভিড়। তাই জনস্রোত সামলাতে নতুন পরিকল্পনা ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
Durga Puja 2023 Traffic Update: পঞ্চমীর ভিড়ে থমকে যেতে পারে রাজপথ, যানজট মোকাবিলায় প্রস্তুত পুলিশ
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষে যাওয়ার শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩৮ মিনিটে। আর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ মেট্রো রওনা হবে রাত ১০টা ৪০ মিনিটে।