এবার ৭৮ বছরে পা দিয়েছে কলকাতার রামমোহন সম্মিলনীর পুজো। সেই পুজোর এবারের থিম ‘জঙ্গলকন্যা’। শনিবার সেই থিমের উদ্বোধন হল খোদ ঝাড়গ্রাম থেকে। অভিনব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গলমহলের বাসিন্দারা। উল্লেখ্য, এই প্রথম কলকাতার কোনও দুর্গাপুজোর থিমের উদ্বোধন হল অন্য জেলা থেকে। বলা ভাল, যে জেলার থিমকে কেন্দ্র করে গড়ে উঠেছে মণ্ডপ, একেবারে সেই গ্রাউন্ড জিরো থেকেই কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর থিমের উদ্বোধন হল।
কলকাতার বুকে এক টুকরো জঙ্গলমহল। জঙ্গলকন্যাদের জীবন, শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যকে মণ্ডপে তুলে ধরতে চান রামমোহন সম্মিলনীর পুজো উদ্যোক্তারা। এবার তাঁদের পুজোর থিম এমনই চমকপ্রদ। যার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ জঙ্গলমহলের মেয়ে তথা এ রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে ধামসা-মাদল বাজিয়ে বর্ণময় অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হল থিমের। এছাড়াও ছিলেন বিধায়ক দেবনাথ হাঁসদা, উমা সোরেন-সহ ঝাড়গ্রামের সংস্কৃতি জগতের একাধিক মুখ। রামমোহন সম্মিলনীর তরফে ছিলেন চেয়ারম্যান কুণাল ঘোষ, শ্যামল দত্ত, অনির্বাণ সেনগুপ্ত, শৈলেন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ।
প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান শুরুর পর জঙ্গলমহলের মাটি এবং চারাগাছ পুজো কমিটির উদ্যোক্তাদের হাতে তুলে দেন বীরবাহা। স্থির হয়েছে চতুর্থীর দিন কলকাতায় এই পুজোর উদ্বোধন করবেন বীরবাহা। ঝাড়গ্রামের শিল্পী এবং নাগরিকরাও যাবেন কলকাতা। বিষয়বস্তুর উৎসস্থলে গিয়ে এভাবে পুজোর থিমের উদ্বোধন নজিরবিহীন। কলকাতার এই পুজো ঘিরে এখন আবেগতাড়িত গোটা ঝাড়গ্রাম জেলা।