সম্মান জানালে নিজেকে উজাড় করে দিতে পারে তিলোত্তমা কলকাতা। ১ সেপ্টেম্বরের বর্ণাঢ্য শোভাযাত্রায় তাই দুর্গাপুজো নিয়ে আবেগে ভাসল মহানগরী। ইউনেসকোর ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটির তালিকায় স্থান পেয়েছে বাঙালির দুর্গাপুজো। বৃহস্পতিবার ইউনেসকোর প্রতিনিধিদের সামনে শ্রদ্ধাজ্ঞাপন করবে কলকাতা। তাই সকাল থেকে জোড়াসাঁকোতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ঠাকুরবাড়ির গেট থেকে রেড রোড পর্যন্ত এই শোভাযাত্রা হবে। অংশ নেবেন মুখ্যমন্ত্রী ও রাজ্যের বাকি মন্ত্রীরাও।
এদিন সকাল থেকেই সাজো সাজো রব সেন্ট্রাল এভিনিউতে। পদযাত্রার নিরাপত্তার দায়িত্বে আছেন দময়ন্তী সেন। জোড়াসাঁকোর স্টার্টিং পয়েন্ট, সেন্ট্রাল অ্যাভিনিউ ও রেড রোড - এই তিনটি জোনে ভাগ করা হয়েছে মূল পদযাত্রা। প্রতিটি জোনের নিরাপত্তার দায়িত্বে আছেন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।
আরও পড়ুন: ইউনেসকো-কে শ্রদ্ধাজ্ঞাপন, দুর্গাপুজোর পদযাত্রা নিয়ে আবেগে ভাসছে তিলোত্তমা
শহরজুড়ে মোট ৩০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। ২২জন ডেপুটি কমিশনার ও ৪০ জন অ্যাসিট্যান্ট কমিশনার থাকছেন। ৩টি কুইক রেসপন্স টিমও থাকছে। ৯টি পিসিআর ভ্যান থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই শোভাযাত্রা। গিরিশ পার্ক থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মোট ৫৫টি পুলিশ পিকেট থাকছে। কলকাতা ছাড়াও, সল্টলেক, রাজারহাট, নিউটাউন, হাওড়ার পুজো কমিটিরাও এই শোভাযাত্রায় অংশ নিয়েছে।