এক মাস আগে থেকেই শহরে দুর্গাপুজোর (Durga Puja) শুরু। জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একাধিক জেলায় বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এদিন রেড রোডের মঞ্চ থেকে প্রত্যেক জেলায় যারা শোভাযাত্রা (Durga Puja Rally) করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এদিন বিকেলে শাঁখ, কাঁসর, ঘণ্টা, ঢাঁক নিয়ে শোভাযাত্রার আয়োজন করে হুগলি প্রশাসন। শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন স্কুল, কলেজের পড়ুয়ারা। স্বনির্ভর গোষ্ঠী, জেলাশাসক, পুলিশ কমিশনার-সহ একাধিক আধিকারিকরা। জেলার MLA, MP ও মন্ত্রীরাও ছিলেন। হুগলির পিপুলপাতি থেকে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড পর্যন্ত শোভাযাত্রা হয়। এদিকে পূর্ব মেদিনীপুর প্রশাসনের পক্ষ থেকেও শোভাযাত্রা করা হয় তমলুক শহরে। এই শোভাযাত্রায় ছিলেন অখিল গিরি ও বিপ্লব রায়চৌধুরী। ছিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রও। বিভিন্ন ক্লাব সদস্যরাও এই শোভাযাত্রায় অংশ নেন।
আরও পড়ুন: পুজোর মঞ্চে ফুটবল ! ফ্রান্স-কলকাতার সেতু বন্ধনে হাতিয়ার মহারাজ
বালুরঘাটেও এদিন দুর্গাপুজো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে
দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে বাইক ব়্যালি করা হয়।