অস্বাভাবিক মৃত্যু কলকাতার দুর্গাপুজোর থিমের অন্যতম সফল রূপকার বন্দন রাহার। বাগুইআটি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন শিল্পী। ২০০১ সালে কলকাতায় কসবায় তাঁর তৈরি একটি পুজোর থিম নজর কেড়ে নেয়। তাঁর মৃত্যুতে শোকের ছায়া।
পুলিশ সূত্রে খবর, বন্দন রাহার বয়স ৫২। তিনি অ্যালজাইমার্স ও অন্য স্নায়ু রোগে ভুগছিলেন। ২০০১ সালে কসবা বোসপুকুর শীতলামন্দিরে ভাঁড়ের প্যান্ডেল করে প্রথম লাইমলাইটে আসেন বন্দন।
১৯৯৮ সালে বোসপুকুর শীতলামন্দিরে বন্দন সাহার থিম পুজো নজর কাড়ে। ২০০০ সালেও বোসপুকুরের থিম ছিল 'তাসের ঘর'। তাও বন্দন রাহার হাতেই তৈরি।